পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ৬০ বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম।

ছবি
   আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ৬০ বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম।  আমার একটা-ই ছেলে যার বয়স এখন ৩৬ বছর। ওর নাম আশিক আদনান দিপ ও থাকে অষ্ট্রেলিয়া। আমার হাজবেন্ড যখন  মারা যায় তখন আমার বয়স ৪০ বছর। আর আমার ছেলে আশিক আদনান দিপ যাকে আমি দিপ বলে ডাকি ওর বয়স তখন ১৬ বছর।  ছেলে কে আমি একা একা বড় করেছি। নিজে কষ্ট করেছি, কখনো ছেলেকে কোন কিছুর অভাব বুঝতে দেই নাই। সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে - আমার বাবা থাকলে এ-ই চাহিদাটা পূরণ হতো। বাবা নাই বলে এটা পাচ্ছি না। ছেলে কে দেশের সব চাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেলো অষ্ট্রেলিয়া । সব খরচ একা হাতে সামলিয়েছি। নিজের দিকে একদম খেয়াল করিনি। সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের  সফলতা ! তার ভবিষ্যৎ উজ্জল করাই ছিলো আমার জীবনের লক্ষ।আমাকে সবাই সফল মা বলেন।এই নিয়ে আমারও একধরনের চাপা গর্ব আছে।  গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম লিপি। ওর ছেলে  আমার ছেলে দিপের সাথে এক'ই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দিপের  খুব ভালো বন্ধুত্ব ছিলো না। এর কারণ হয়তো আমি বা আমা

পাথরের রহস‍্য

ছবি
রহস‍্যময় পাথর। অনেক দিন আগের কথা বাপদাদার আমল থেকেই বাড়ির উঠানে একটা বড় পাথর ছিল।  আমার জন্মের পর থেকে আমি পাথর টি দেখে আসছি। পাথরটির প্রতি কারো কোন গুত্ব ছিলনা হঠাৎ একদিন বাড়ির কাজের প্রয়োজনে পাথরটিকে বাহিরে পুকুর পারে ফেলে দেওয়া হলো পাথরটি প্রায় ৫ বছর পুকুরেই পরেছিল। একদিন এক ফেরিওলা ভাংরি জিনিস পত্র সহ পাথর কাচ চুল পুরোন বই ইত‍্যাদি  কিনার জন‍্য গ্রামে এসেছে, সে কথা শুনতে পেয়ে আমার বাবার ঐ পাথরের কথা মনে পরেগেছে তখন আমার বাবা পুকুর থেকে পাথরটি তুলে ফেরিওয়ালার কছে ১০০টাকায় বিক্রি করে দিয়েছে। এর পর ঐ ফেরিওয়ালা পাথর টিকে তার মোয়াজনের কাছে পাইকারি হিসেবে ১৫০টাকায় বিক্রি করে দিয়েছে।  মোয়াজন পাথরটি কিনে বিক্রি করতে না পেরে দোকানের সামনে ফেলে রেখেছে। হঠাৎ  একদিন ঐ বাজারে এক বিদেশি লোক ভ্রমন করার জন‍্য এসেছে। হঠাৎ সে পাথরটিকে দেখতেপেল এবং পাথরটির কাছে চলেগেল সে বলল পাথরটি কার ভাই মোয়াজন বলল ভাই এটা আমার পাথর বিদেশি লোকটি  বলল আমি এই পাথরটি কিনতে চাই। মোয়াজন বলল কত দিবেন। বিদেশি বললো ১লাখ টাকা দিব মোয়াজন অবাক হয়ে বললো ক এতো টাকা মোয়াজন রাজি হয়ে গেলো এবং টাকা বুঝেনিলো।  পাথরটি ছিল কষ্টি পাথর

ওরাল সেক্স বা মুখ মৈথুন সম্পর্কে ইসলাম কি বলে?

ছবি
   ওরাল সেক্স বা মুখ মৈথুন সম্পর্কে ইসলাম কি বলে? ------------------------------------------------------------ এটা খুব স্পর্শকাতর একটা বিষয় একই সাথে খুবই দরকারি টপিক। তাই আগে কিছু ইসলামিক বিষয় বুঝে নেয়া জরুরী। ফরজঃ ফরজ অর্থ আবশ্যিক। যা আল্লাহ অথবা তার রাসুল আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই ফরজ। আল্লাহ কুরআনে বলেন- “আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়।”- [কুরআন ৩৩:৩৬] সুন্নাতঃ সুন্নাত হল রাসুলুল্লাহ (সঃ) এর সেসব আমল যে গুলো তিনি উম্মাহকে করার নির্দেশ দেন নাই। কিন্তু নিজে করেছেন। আর তা উম্মার জন্য উত্তম। হালালঃ হালাল হল সেসব বিষয় যার বিষয়ে কোন নিষেধ নেই। আল্লাহ তায়ালা বলেছেনঃ "তিনি সকল নিষিদ্ধ বিষয় বিস্তারিত জানিয়ে দিয়েছেন।" - কুরআন, সুরা আল আনামঃ ১১৯। অর্থাৎ কুরআন ও হাদিস দ্বারা যা নিষিদ্ধ নয় তাই হালাল। হারামঃ হারাম অর্থ নিষিদ্ধ। হারাম হল সেসব বিষয় যার ব্যাপারে কুরআন ও হাদিসে নিষেধ করা হয়েছে। ==========================================