পোস্টগুলি

রহস‍্যময় পাথর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পাথরের রহস‍্য

ছবি
রহস‍্যময় পাথর। অনেক দিন আগের কথা বাপদাদার আমল থেকেই বাড়ির উঠানে একটা বড় পাথর ছিল।  আমার জন্মের পর থেকে আমি পাথর টি দেখে আসছি। পাথরটির প্রতি কারো কোন গুত্ব ছিলনা হঠাৎ একদিন বাড়ির কাজের প্রয়োজনে পাথরটিকে বাহিরে পুকুর পারে ফেলে দেওয়া হলো পাথরটি প্রায় ৫ বছর পুকুরেই পরেছিল। একদিন এক ফেরিওলা ভাংরি জিনিস পত্র সহ পাথর কাচ চুল পুরোন বই ইত‍্যাদি  কিনার জন‍্য গ্রামে এসেছে, সে কথা শুনতে পেয়ে আমার বাবার ঐ পাথরের কথা মনে পরেগেছে তখন আমার বাবা পুকুর থেকে পাথরটি তুলে ফেরিওয়ালার কছে ১০০টাকায় বিক্রি করে দিয়েছে। এর পর ঐ ফেরিওয়ালা পাথর টিকে তার মোয়াজনের কাছে পাইকারি হিসেবে ১৫০টাকায় বিক্রি করে দিয়েছে।  মোয়াজন পাথরটি কিনে বিক্রি করতে না পেরে দোকানের সামনে ফেলে রেখেছে। হঠাৎ  একদিন ঐ বাজারে এক বিদেশি লোক ভ্রমন করার জন‍্য এসেছে। হঠাৎ সে পাথরটিকে দেখতেপেল এবং পাথরটির কাছে চলেগেল সে বলল পাথরটি কার ভাই মোয়াজন বলল ভাই এটা আমার পাথর বিদেশি লোকটি  বলল আমি এই পাথরটি কিনতে চাই। মোয়াজন বলল কত দিবেন। বিদেশি বললো ১লাখ টাকা দিব মোয়াজন অবাক হয়ে বললো ক এতো টাকা মোয়াজন রাজি হয়ে গেলো এবং টাকা বুঝেনিলো।  পাথরটি ছিল কষ্টি পাথর